রংপুরের পীরগঞ্জে ও কাউনিয়ায় নভেল করোনার উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার পীরগঞ্জের আলহাজ্ব আমছার আলী নামের এক ব্যক্তি করোনা হাসপাতালে মারা যান।অপরদিকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন এর কাচু আলুটারি গ্রামের শাহাদত আলম (৩৫), পিতা আব্দুল গফুর মাষ্টার গ্রাম-কাচু আলুটারি শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন।
গত ১৭ জুলাই ২০২০ তিনি ঢাকা থেকে আসেন।তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।মৃত ব্যক্তি বৃদ্ধা মাসহ এক বাড়িতে ছিলেন। শাহাদত আলমের মৃত্যু হয়েছে জেনে এলাকার কেউ পাশেও আসেননি বরং পালিয়ে গেছেন। তার বড় ভাই এলাকার চৌকিদারসহ ধরে দেহটি চৌকিতে উঠিয়ে দিয়েই সরে যান বাড়ি থেকে। সারাই ইউপি চেয়ারম্যান রাত ৯.৪৫ মিনিটে এলাকার স্বেচ্ছাসেবক পাঁচজন দাফন করার জন্য ডাকেন। রাত ১২ টার দিকে স্বেচ্ছাসেবক দল ডাক্তারের সাথে যোগাযোগ করা শুরু করে। এলাকায় ডাক্তার না থাকায় আর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া ডাক্তার মীর হোসেন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা রাত পৌনে দুইটায় এসে মৃত্যু নিশ্চিত করেন। এলাকার লোকজন আগে থেকেই কাছে আসেননি। বৃদ্ধা মা আসতে চাইলেও তাকে ধরে কাছে নেয়ার কেউ ছিল না।একমাত্র বোন ঢাকায় থাকেন। দুই ভাই কাছে আসতে পাননি বা চাননি নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে। দুর্যোগের মধ্যেও মৃত ব্যাক্তির দাফন ও দাফন পূর্ববর্তী আনুষ্ঠানিকতা পালন করে ভোর সাড়ে পাঁচ টায় দাফন কাজ সম্পন্ন করে।
ইত্তেফাক/কেকে
সূত্রঃ দৈনিক ইত্তেফাক