কুষ্টিয়ার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের পথিকৃৎ প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার (২৫জুলাই) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে শহরের মজমপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক ছিলেন। তার সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়।
আরও পড়ুন: রিভা গাঙ্গুলীর সঙ্গে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামের আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। এছাড়া কুষ্টিয়া থেকে প্রকাশিত তিনি ইস্পাত নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র ও কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া।
ইত্তেফাক/এএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক