বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের চৌমাথা হ্যালিপোর্টে ব্যাটারি চালিত রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পটুয়াখালী থেকে আসা ব্যাটারি চালিত রিক্সার ডান পাশের চাকা খুলে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় চালক সহ চারজন গুরুতর আহত হন।
তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানার এএসআই আমির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যু দু’জন জন হলেন ব্যাটারি চালিত রিক্সার চালক বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর গ্রামের ফজলে আলী মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৫০) এবং মোটর সাইকেল চালক পিরোজপুরের নাজিরপুর থানার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৪)।
ইত্তেফাক/এএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক