চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একমাত্র পশুর বাজার বসে পদুয়া তেওয়ারী হাটে। করোনার এই সময়ে হাট জমে উঠেনি। গরু মিললেও ক্রেতা কম। দক্ষিণ চট্টগ্রামের সেরা এই হাটটি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার বসে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এই হাটটির অবস্থান। ফলে দুচিন্তায় রয়েছেন ইজারাদার।
রবিবার পশুর বাজারে গিয়ে দেখা গেছে, হাটে গরু এসেছে প্রচুর। কিন্তু ক্রেতার সংখ্যা কম। আগে যে পশুর হাটে দৈনিক ৯০-৯৪ হাজার টাকা হাসিল উঠত সেখানে বর্তমানে করোনার সময়ে ৭-১০ হাজার টাকার বেশি হাসিল উঠছে না বলে জানান ইজারাদার।
ইজারাদার মো: রাশেদুল ইসলাম চৌধুরী জানান, পদুয়া তেওয়ারী হাট ভ্যাটসহ ১ কোটি ২ লাখ ৬৫ হাজার টাকায় ইজারা নেয়া হয়। করোনার শুরু থেকে হাট-বাজার বসা বন্ধ ছিল। লকডাউন তুলে দিলে হাট-বাজার বসলেও পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমে গেছে। হাটে গরু-ছাগল মিললেও ক্রেতা তেমন নেই। ফলে তাকে লোকসান গুণতে হবে।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক