যশোরের চৌগাছা উপজেলায় বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭জুলাই) দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং একই গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: ফুলছড়িতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নিহতের পিতা জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে চৌগাছার স্বরুপদাহ গ্রামে তার খালুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সোমবার বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এসময় বজ্রসহ বৃষ্টিপাত হলে সে প্রাচীরের ওপর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
ইত্তেফাক/এএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক