নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১২ জন, লোহাগড়া উপজেলায় ৯জন এবং কালিয়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত জেলার পুলিশ সুপার ও ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৬৮০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ৩৫৬জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১১জন মারা গেছেন।
সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের মধ্যে ২২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
ইত্তেফাক/এমআরএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক