রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর বন্যা কবলিত বানভাসি প্রায় ৬’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আস্থা ট্রাষ্ট ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোমা জাহিদের একক উদ্যোগে বুধবার (২৯জুলাই) দুপুরে উপজেলার কোলকন্দ ইউনিয়ন পরিষদ এবং তিস্তা নদীর বিনবিনার চরে এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আস্থা ট্রাষ্ট ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোমা জাহিদের পক্ষে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে তার ছোট ভাই রংপুর এলজিইডি’র প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ লতিফ।
আরও পড়ুন: শিবচরে প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এ.জেড.এম. আহসান উল্লাহ ও কোলকন্দ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব আলী রাজু।
এ সময় প্রত্যেক বানভাসি মানুষকে ১৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুরের ডাল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবণ প্রদান করা হয়।
ত্রাণ গ্রহণকারী কয়েকজন অসহায় দরিদ্র বানবাসি মানুষ জানান, এই প্রথম এতো পরিমাণ ত্রাণ পেলাম। এর পূর্বে আগে কখনো পাইনি।
ইত্তেফাক/এএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক