বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেক বিতরণ অনুষ্ঠান পিআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও চেক বিতরণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।
ইত্তেফাক/আরকেজি
সূত্রঃ দৈনিক ইত্তেফাক