চাঁপাইনবাবগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মধ্যপাড়া গ্রামের মশালের দোকানের সামনে থেকে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার একরামুল হক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে।
আরও পড়ুন : বগুড়ায় পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার
র্যাব ৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে অভিযানে নামে। এ সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারার মধ্যপাড়া গ্রামের মশালের দোকানের সামনে এক হাজার ২৪৬ বোতল ফেনসিডিল বিক্রির সময় যুবক একরামুল হককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি