ঢাকা, ০২ মার্চ – ঢাকার সাভারের আশুলিয়ায় একটি কবরস্থান থেকে ১৬ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কবর খোঁড়া দেখা গেলেও মরদেহ চুরি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয়রা এক নারীর লাশ দাফন করতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি প্রথমে নজরে আসে এলাকাবাসির। এর আগে শনিবার দিবাগত রাতের যে কোন সময় শিমুলিয়া ইউনিয়নের ‘রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান’ থেকে কঙ্কাল চুরি হয়।
আরও পড়ুন : সাভারে চলন্ত প্রাইভেটকারে আকস্মিক আগুন
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় জনপ্রতিনিধি সোনা মিয়া সরকার বলেন, রাতের কোন এক সময়ে চোরেরা ওই কবরস্থানে প্রবেশ করে ১৬টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি ইউনিয়ন পরিষদে অবগত করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ জানান, স্থানীয় এক নারীর লাশ দাফন করতে গিয়ে বেশ কয়েকটি কবর খুড়া দেখে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তবে কঙ্কালগুলো একসাথে চুরি হয়নি। ভিন্ন ভিন্ন সময় চুরি হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ০২ মার্চ