কোভিড-১৯ পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণা সুবিধার লক্ষ্যে একটি স্বতন্ত্র অত্যাধুনিক আরটি পিসিআর ল্যাব স্থাপন করতে চলেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় এ ল্যাব স্থাপনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: বন্যায় প্রকৌশলীদের মানুষের পাশে থাকার নির্দেশ পানি সম্পদ প্রতিমন্ত্রীর
দ্রুত সময়ের মধ্যেই ল্যাবটি স্থাপন সম্ভব হবে বলে আশা করা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়নে একাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষাকার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এ সুবিধা করোনোত্তর কালেও বলবৎ থাকবে।
ইত্তেফাক/এএএম
সূত্রঃ দৈনিক ইত্তেফাক