‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখবেন না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে জনতা ব্যাংক রাজশাহী অঞ্চলের তার ২৮ শাখার মাধ্যমে গত ১ জুন থেকে ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দের মধ্যে ফল ও সবজির বীজ বিতরণ শুরু করেছে।
বাড়ির আনাচে-কানাচে সবজি চাষ করে পুষ্টির অভাব পূরণের উদ্দেশ্যে ঢেঁড়স, ডাটা, লাউ, মিষ্টি কুমড়া, চালকুমড়া, পেঁপে, শশা, ঝিঙা, বেগুনসহ দশ রকমের সবজি বীজ গ্রাহকের হাতে তুলে দিচ্ছে জনতা ব্যাংক।
করোনার কারণে প্রায় কোন গ্রাহকই এখন শাখায় এসে চা-সিঙাড়া-মিষ্টি খেতে চান না। তাই জনতা ব্যাংক প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবে রূপ দিতে একটু পরিবর্তন করে এক প্যাকেট উন্নত মানের বীজ হাতে তুলে দিয়ে গ্রাহককে আপ্যায়ন করছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার জনতা ব্যাংক রাজাবাড়িহাট শাখায় রাজশাহী এরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার তাপস কুমার মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাহকবৃন্দের মাঝে বীজ বিতরণ করেন। এ সময় জনতা ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মাইনুল হাবীব, গোদাগাড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং শাখা ব্যবস্থাপক ড. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরএ