পড়ে যাচ্ছে ডলারের দাম। অন্য মুদ্রার বিপরীতে চলতি বছর ৮ শতাংশ দাম কমেছে ডলারের।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, করোনা প্রাদুর্ভাবের পর থেকে ডলার তার দর হারিয়েছে। করোনার এই অনিশ্চয়তার সময়কালে সোনার মতো নিরাপদ পণ্যে বিনিয়োগ বাড়ছে যুক্তরাষ্ট্রের।
এ বছর সোনার দাম ২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। অবশ্য করোনার সময়ে ডলারের দাম কমলেও এটা স্থায়ী হবে না বলেই মনে করেন বিশ্লেষকেরা।
ফেডারেল রিজার্ভ এ বিষয়ে চিন্তিত নয় বলে জানিয়েছে। কারণ করোনার প্রভাব কমলে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেলে ডলার আবার চাঙ্গা হয়ে যাবে।
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক