this is caption
এ সময়ের জনপ্রিয় তিন তারকা রিচি সোলায়মান, অপূর্ব এবং ফারাহ্ রুমা এবারই প্রথম একসাথে অভিনয় করলেন। শুটিংয়ের শুরুতেই নাটকের নাম ঠিক হয়। কিন্তু তা পরিচালক কিংবা কারোরই ভালো লাগেনি। এরপর শুটিং চলাকালীন নাটকটির নামকরণ করলেন অপূর্ব। তিনি নাটকের নাম দিলেন ‘আমার মাঝে তুমি’।
জনপ্রিয় পরিচালক চয়নিকা চৌধুরী এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন। রেডবক্স প্রযোজিত এ নাটকে মূলত পর্দা জুটি হিসেবে কাজ করেছেন অপূর্ব এবং ফারাহ্ রুমা। নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান।
নাটক প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, “চয়নদি’র কাজের প্রতি আমার সবসময়ই একধরনের আত্মবিশ্বাস আছে। আমি যে চরিত্রটিতে কাজ করছি সেটিতে কংকন আপুর কাজ করার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে যাবার কারণে শুটিং করতে পারছেন না। যথারীতি চরিত্রটিতে আমিই কাজ করেছি। অনেক ভালো লেগেছে আমার। দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগবে।”
অপূর্ব বলেন, “একটি ভালো গল্প পেলে তা যথাযথভাবে ফুটিয়ে তুলতে আন্তরিক চেষ্টা করি।”
নাটকটি আগামী ঈদে যেকোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
এমকে/এএ