this is caption
বেশ কিছুদিন ধরেই বলিউড আলিয়া ভাট ও অর্জুন কাপুরের প্রেমের খবরে গরম হয়ে আছে। তার মধ্যে আবার অর্জুন আলিয়াকে চুমু খেয়ে সবার দৃষ্টিকে আরো সজাগ করে তুলেছেন।
এবার নতুন আরেক খবর পুরো বলিউড দুনিয়া কাঁপানোর মতো অবস্থা। আর তা হল- লুকিয়ে নয়, আলিয়াকে সবার সামনেই চুমু খেলেন অর্জুন।
শিগগিরই মুক্তি পেতে যাওয়া ছবি ‘টু স্টেটস’-এর প্রমোশনের জন্য দুজনে গিয়েছিলেন একটি কলেজে। ছাত্রদের মধ্যে থেকেই ভুলেই গিয়েছিলেন, তারা ছবির প্রমোশনে এসেছেন। প্রমোশনে এসে আর ইমোশনকে ধরে রাখতে পারেননি অর্জুন। গার্লফ্রেন্ডকে প্রকাশ্যেই চুমু খেয়ে বসলেন।
শুধু তাই নয়, পরস্পরের প্রতি চোখের খেলাও কেউ এড়িয়ে যেতে পারেননি। এতদিন যে গুজব বাতাসে ছড়িয়েছিল সেটা এখন আর গোপন রাখতে পারেননি মহেশ ভাটকন্যা কিংবা অর্জুন কাপুর কেউই। তাইতো নিজের প্রেমের খবর প্রকাশ করেছেন আলিয়া ভাট তারই টুইটার অ্যাকাউন্টে।
এমকে/যাকা