this is caption
প্রকাশ হতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘তারকাঁটা’র অডিও গানের অ্যালবাম। আগামী ৯ এপ্রিল লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি প্রকাশ হচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
তারকাঁটা ছবির গানগুলো গেয়েছেন বেবি নাজনীন, আরফিন রুমি, কণা, নওমী, পারভেজ, পূজা, লিজা, খেয়া, মমতা শর্মা (ভারত), পলক (ভারত) ও সুদিনি চৌহান (ভারত)।
গানগুলো লিখেছেন- কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর, আরফিন রুমি ও জনি হক। এছাড়াও গানগুলো একাধারে সঙ্গীতায়োজনের দায়িত্ব পালন করেছেন আরফিন রুমি।
এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, “গানগুলো খুব যত্ন করে তৈরি করার চেষ্টা করেছি। শ্রোতা-দর্শকের কাছে গানগুলো ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”
উল্লেখ্য, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম সহ আরো অনেকে। বর্তমানে ছবিটির শুর্টিং শেষের পর্যায়ে রয়েছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
এমকে/যাকা