this is caption
ভারতের গ্লামার ওয়ার্ল্ডের সবেচেয়ে আর্কষণীয় মুকুট ‘মিস ইন্ডিয়া’। মুম্বাইতে ‘মিস ইন্ডিয়া ২০১৪’র মুকুট প্রকাশ করা হলো বুধবার। ওয়েভস অফ ওশন থিমের ওপর তৈরি হয়েছে এবারের মিস ইন্ডিয়ার মুকুট। জি নিউজ।
মুকুট প্রকাশ করেন মিস ওয়ার্ল্ড ২০১৩ নভনিত কউর ধিলোঁ, মিস আর্থ ২০১৩ শোভিতা ধুলিপালা ও মিস ইন্ডিয়া ২০১৩ সেকেন্ড রানার আপ জোয়া আফরোজ।
আগামী ৫ এপ্রিল শুরু হচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর।
এইবারই প্রথম মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের গ্রুমিং হয়েছে দেশের বাইরে। ১০ দিনের জন্য প্রতিযোগীদের নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কায়।
আমা/শাতৈ