this is caption
অল্প বয়সে ক্যারিয়ারে লাগাম টানা ডিনো মোরিয়া সম্প্রতি রূপালি পর্দায় আবার প্রত্যাবর্তন করেছেন। এর আগে ডিনো নাটকে অভিনয় করেছেন। তখন অভিনয় নিয়ে কম কটু মন্তব্য শোনেননি কাছের মানুষদের কাছ থেকে।
অনেকের মতে, ওইসব কারণেই বলিউড পর্দা থেকে নিজেকে আড়াল করে ফেলেছিলেন ডিনো। আবার কারও কারও মতে বিপাশা বসুর সাথে রসালো প্রেমে হিট ডিনো বিপাশাচ্যুত হবার পরই বিরাগভাজন হতে থাকেন পরিচালক-প্রযোজকদের। আর সেজন্যেই নাকি অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডিনো।
তবে এতোদিন দূরে থেকে নাকি অভিনয় শিখে পুরো প্রস্তুত হয়ে ফিরছেন তিনি। দেখা মিলবে ফারাহ খানের ’হ্যাপি নিউ ইয়ার’ ছবির একটি ছোট্ট চরিত্রে। এই রোলে দর্শক যদি ভালোভাবে সাড়া দেয় তাহলে হয়তো আবারও পুরোদমে ফেরত আসার স্বপ্নও দেখতে পারেন ডিনো।
এমকে/আরএ