this is caption
এ পর্যন্ত সালমান খান যাদের সাথে অভিনয় করেছেন তাদের কেউই সালমানের প্রশংসা করা থেকে বিরত থাকতে পারেননি। ঠিক তেমনি পারেননি সোনম কাপুরও।
বলিউডে পা দিয়েই নায়ক হিসেবে পাশে পেয়েছিলেন সালমানকে। ‘সাওয়ারিয়া’ ছবিতে রণবীর কাপুরের সাথে জুটি বাঁধলেও, সালমানকেই বেশি পছন্দ সোনমের। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ থেকেই নাকি সালমানের ভক্ত সোনম কাপুর। বহুবার দেখেছেন ‘হাম আপকে হ্যায় কউন’।
ইচ্ছে ছিল সালমানের সাথে সিনেপর্দায় চুটিয়ে প্রেম করারও৷ অবশেষে সূরজ বারজাতিয়ার হাত ধরে নতুন ছবিতে শুধু জুটি নয়, সোনম পাচ্ছেন ডবল সালমানকে। অর্থাৎ সালমান সেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর তাতেই আজকাল বেশ খোশমেজাজে রয়েছেন অনিল কন্যা।
সম্প্রতি, সূরজের নতুন ছবির ঘোষণা অনুষ্ঠানে সালমানের সামনেই উজাড় করলেন তার প্রতি প্রেম ও ভালবাসা। প্রকাশ্যে সোনম বলে ফেললেন, “সালমান ইজ হট! তাকে দেখে নিজেকে ঠিক রাখা বেশ কষ্টকর। গোটা ছবিতে দুটো সালমানকে পাব। আমি খুব এক্সাইটেড।”
এমকে/আরএ