this is caption
সিনেপর্দার ক্যারিয়ারকে আপাতত গুরুত্ব দিচ্ছেন না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বর্তমানে রাজনীতি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। মুম্বইয়ের উত্তর-পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আপাতত রাখিই গরম রেখেছেন রাজনীতির মাঠ। তবে ফিল্ম ছেড়ে রাজনীতিতে আসলেও, রাজনীতি থেকে ফিল্মকে আলাদা করতে পারলেন না রাখি।
তেমনই কিছু সাদৃশ্য মিলেছে ভোট প্রচারনায়। সবুজ লঙ্কা দিয়ে তৈরি গয়না পড়ে প্রচার অভিযানের মাঝে বক্তব্য রাখতে গিয়ে কথায় কথায় বলিউডকে টেনে আনছেন। টেনে আনছেন তার পুরনো শত্রু ক্যাটরিনা কাইফকেও।
ভোটে প্রচার ভাষণে রাখি হঠাৎ করেই বলে উঠলেন, আমাকে ভোট দিন। আমি এলাকার রাস্তাগুলো একেবারে ক্যাটরিনা কইফের কোমরের মতো মসৃণ করে তুলব। এখানেই ক্ষান্ত হননি রাখি। ক্যাটরিনা কোমরের পাশাপাশি, সোনম কাপুর থেকে কারিনা সবার কথাই তুললেন নিজের বক্তৃতায়।
রাখি ভোট প্রচারে আরো বলেছেন, সংসদে মন্ত্রী হলে অন্যান্য মন্ত্রীদের মতো অভিনয় করব না। সত্যি সত্যি কাজ করব। মহিলাদের আওয়াজ নিয়ে যাব লোকসভার অন্দরে।
এমকে