this is caption
লাইম লাইটে আনার কত কিছুই না করে বেড়ান আমেরিকান পপতারকা লেডি গাগা। কখনোই কোনও সুযোগ হারাতে দেবেন না। আর সে ব্যাপারে বরাবরই বিচিত্র পন্থা অবলম্বন করেন।
নিজের জন্মদিনেও ঠিক সেই কায়দাতেই সেলিব্রেট করে ফেললেন নিজের জনপ্রিয়তা। অর্থাৎ গাগার ফ্যাশন চমক৷ শুক্রবার নিজের জন্মদিনে নিউ ইর্য়কের বলরুমে স্বচ্ছ বার্থডে স্যুট পরে এন্ট্রি মারলেন একেবারে নিজের কায়দায়। পোশাক সর্ম্পকে গাগার কাছে জানতে চেয়েছিলেন সেখানকার স্থানীয় গনমাধ্যমগুলো।
তাদের গাগা বলেন, “জন্মদিনকে সঠিক অর্থে সেলিব্রেট করতেই আমার এই পোশাক পরা। এই পোশাকের মধ্যে দিয়েই জন্মের সময়কে সেলিব্রেট করতে চাই।”
তবে শুধু পোশাক দর্শন নয়, বলরুমে সেদিন গানের মধ্যে দিয়েও উদযাপন করলেন নিজের জন্মের সময়৷ গানের মধ্যে দিয়ে মা, বাবা, বন্ধুদের ধন্যবাদ জানালেন পাশে থাকার জন্য৷ গানে গানে নিজের প্রিয় মানুষের প্রতি প্রেমও প্রকাশ করেন লেডি গাগা।
এমকে/যাকা