this is caption
নতুনদের সাথে চলচ্চিত্রে কিংবা ছোটপর্দায় কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন চিত্রনায়ক আমিন খান। যে কারণে শুটিং চলকালে নতুন শিল্পীরা তার প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েন। বিষয়টি বেশ উপভোগও করেন আমিন খান। এবার ঠিক তেমনি নতুন একজন অভিনেত্রীর সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান।
ছোটপর্দার নবাগত এই অভিনেত্রীর নাম এমি। সাভারে একটি নাট্যদলের সাথে সম্পৃক্ত থাকা এমি মঞ্চ নাটকে কাজ করার তুখোড় অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম তিনি টিভি নাটকে অভিনয় করছেন। তাজু ও কামরুলের যৌথ পরিচালনায় এবং আকাশ রঞ্জন রচনায় ‘ভালোবাসা দুজনায়’ নাটকে আমিন খান-এমি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন।
আমিন খান বলেন, “ভালোবাসা দু’জনায় গল্পটি অসাধারণ। পরিচালক তাজু কামরুল একটি নাটক করতেই এতো পরিকল্পনা করছেন যে কাজটি করতে আমার নিজেরই ভেতর বেশ আগ্রহ তৈরী হয়ে যায়। তাদের ভালো করার চেষ্টাটাই আমাকে মুগ্ধ করে। এমি নতুন হলেও অভিনয়টা বেশ ভালোই রপ্ত তার।”
এমি বলেন, “নতুন হিসেবে আমিন ভাইয়ের সাথে প্রথমেই আমার কাজ-এটা আমার জীবনের জন্য অনেক বড় অর্জন। আমি সবার কাছে দোয়া চাই যেন নিজেকে এই মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি।”
আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মিত হচ্ছে।
এমকে/রর