দীপ্ত টিভিতে অনুষ্ঠান ‘হোম কোয়ারেন্টাইন’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে। হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলো কেমন আছে? কী করছে? তৈরি হচ্ছে কী কোনো গান, কবিতা, লেখা অথবা কোনো শিল্পীর আঁচড়ে নতুন কোনো ছবি? এ সকল প্রশ্নের উওর খোঁজাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
হোম কোয়ারেন্টাইনে আমাদের মিডিয়া কর্মী বা অন্যান্য পেশার মানুষ যেভাবে থাকছেন তাদের ঘরে তার ওপর তৈরি হচ্ছে এক একটি পর্ব। এই অনুষ্ঠানের আজকের অতিথি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। অতিথি তার সারাদিনের কর্মব্যস্ততার একটি ভিডিও ফুটেজ পাঠাবেন এবং অনুষ্ঠানে উপস্থাপক তার মোবাইল ফোনে অতিথির সঙ্গে কথপোকথন করবেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জিয়াউর রহমান এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আবু রেজওয়ান ইউরেকা।
ইত্তেফাক/বিএএফ