প্রকাশ্যে এলেন অন্তঃসত্ত্বা সোফি টার্নার। তবে তার এবারের বাইরে আসাটা ছিলো ভিন্ন রকমের।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের রাস্তায় দেখা যায় ‘এক্স-ম্যান’ ও ‘গেম অফ থ্রোনস’র এই অভিনেত্রীকে।
এসময় তিনি তার পছন্দের ব্লেজারের সঙ্গে ধূসর রঙের লেগিংস পরে ছিলেন। যা তার গর্ভে থাকা শিশুকে যেন জড়িয়ে ছিলো।
ফেব্রুয়ারিতে খবর ছড়িয়ে পড়ে যে সোফি টার্নার মা হতে চলেছেন। এরপর থেকেই তিনি খুব কমই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কম আসছেন। তবে তার প্র্যাগনেন্সির বেশির ভাগ সময় কেটেছে করোনা মহামারিতে।
স্বামী জো জোনাসের সঙ্গে সোফি টার্নার। ছবি: সংগৃহীত
এদিকে এই অভিনেত্রী এখন পর্যন্ত সন্তান জন্মের নির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি। যদিও গর্ভবতী হওয়ার পর তার চার মাস কেটে গেছে।
সুতরাং জো জোনাস এবং সোফি টার্নার দম্পতির প্রথম সন্তানের ভূমিষ্ঠ সম্পর্কে জানতো আরো সময় অপেক্ষা করতে হবে ভক্তদের।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে মার্কিন গায়ক জো জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সোফি টার্নার। এরপর ২০১৭ সালে বাগদান সারেন। ২০১৯ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সূত্র: বাজ ফিড
জো জোনাস এবং সোফি টার্নার। ছবি: সংগৃহীত
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক