সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিরক্ত সোনাক্ষী সিনহা। এরই মধ্যে টুইটার থেকে তার অ্যাকাউন্ট ডিলিটের কথা সবারই জানা। সাইবার আক্রমণ, হুমকি বন্ধ করতে পদক্ষেপ করেছে ভারতের পুলিশ। আর তাদের সঙ্গে হাত মেলালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
এ বিষয়ে সোনাক্ষী বলেন, ‘সোশ্যাল মিডিয়া এসেছিল ভালোবাসা আর ইতিবাচক বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যজনকভাবে সাইবার দুনিয়ায় আক্রমণ ও হুমকির কারণে সোশ্যাল মিডিয়া এখন মানসিক চাপ হয়ে উঠছে। আমিও সাইবার দুনিয়ায় আক্রমণ, হুমকির শিকার হয়েছি। এ ধরনের বিষয় মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। আর তাই এ ধরনের সাইবার আক্রমণ, হুমকিতে দাড়ি লাগাতে চলেছি।’
জানা যাচ্ছে, সাইবার দুনিয়ায় এ ধরনে কদর্য আক্রমণ, হুমকি বন্ধ করতে মহারাষ্ট্র পুলিশের তরফে প্রচার চালানো হবে। যে প্রচারের জন্য ৫টি লাইভ কথোপকথনের ব্যবস্থা রাখা হয়েছে। তাতে অংশ নেবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। প্রসঙ্গত, সাইবার দুনিয়ায় ক্রমাগত হুমকি, আক্রমণের শিকার হওয়ার পর সাময়িকভাবে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন সোনাক্ষী।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক