this is caption
কারাদণ্ডপ্রাপ্ত এক লিবীয় নাগরিকের মুক্তির দাবিতে মিশরের ১৫০ ট্রাক চালককে জিম্মি করেছে লিবিয়ার বন্দুকধারীরা। লিবিয়ার আজদাবিয়া জেলায় শনিবার এই ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত ওই লিবীয় নাগরিকের নাম সালামা মোহামেদ। পেশায় সে একজন অস্ত্র ব্যবসায়ী। লিবিয়া-মিশর সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানকালে হাতেনাতে আটকসালামা মোহামেদকে মিশর কর্তৃপক্ষ সম্প্রতি ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম জানিয়েছে, ট্রাকসহ ১৫০ মিশরীয় চালককে জিম্মি করে কারাদণ্ডপ্রাপ্ত লিবিয়ার ওই নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে। আটকের সময় মিশরীয় চালকরা লিবিয়া থেকে নিজ দেশে ফিরছিলেন।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওমরান অ্যামবেবা উপজাতি অধ্যুষিত লিবিয়ার আজদাবিয়া জেলায় তাদের জিম্মি করে রাখা হয়েছে। এই উপজাতির একটি অংশ মিশরেও বসবাস করে।
আল আহরাম জানিয়েছে, সমস্যার সমাধানকল্পে দু’দেশের সেনা গোয়েন্দা সংস্থা ও উপজাতীয় প্রধানরা লিবিয়ার বন্দুকধারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।
এসবিএ/যাকা