this is caption
জাতীয়ভাবে কংগ্রেসকে সমর্থন করার কথা জানালেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন জানালেন জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান বুখারি।
তিনি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে পশ্চিমবঙ্গ কার্যত মডেলে রূপান্তরিত হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলিমদের সমস্যা সমাধানে অনেকখানি এগিয়েছে। আশা করা যায় ভবিষ্যতেও তৃণমূল সরকার এই সমস্যাগুলির সমাধানে নজর দিবে।”
বুখারি পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে মমতাকে সমর্থন করার ডাক দেন।
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে থেকেই শাহি ইমামের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছিলেন মমতা। সম্প্রতি কলকাতা থেকে ইমামের পারিবারিক বিবাহ অনুষ্ঠানেও যোগ দেন তৃণমূলের এক মন্ত্রী। মমতা বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও পরে দিল্লি এসে ইমামের সঙ্গে দেখা করেন এবং পাত্র-পাত্রীকে উপহার দিয়ে যান।
এসবিএ/রর