this is caption
মার্কিন যুক্তরাষ্ট্র ‘কিউবান টুইটার’ ঘিরে কিউবায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে দেশটির কমিউনিস্ট সরকার। এর ফলে কিউবার কর্তৃপক্ষ সাইটটি নিষিদ্ধ করে দেয়।
এ ঘটনায় জাতিসংঘেও এ অভিযোগ উত্থাপন করার হুমকি দিয়েছে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।
দেশটিতে টুইটারের মতো ইন্টারনেটে নতুন এক বিশেষ সামাজিক যোগাযোগের সাইটকে ঘিরে এ সংঘাত দেখা দিয়েছে।
‘কিউবান টুইটার’ নামে এই সামাজিক যোগাযোগ সাইট তৈরি করা হয়েছে কিউবায়। সাইটটি তৈরির পেছনে মার্কিনরা মদদ দিয়েছে বলে অভিযোগ উঠছে। শেষপর্যন্ত বিষয়টি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
১২ লক্ষ মার্কিন ডলার খরচ করে খোদ মার্কিন প্রশাসন এই সাইটটি তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। এই সাইটের মাধ্যমে কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে মার্কিন সমর্থিত বিরোধীরা।
সর্বশেষ ‘কিউবান টুইটার’কে নিষিদ্ধ ঘোষণা করেছে কিউবা সরকার।
হাভানার কর্তৃপক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছে, দীর্ঘদিন থেকে এই দ্বীপরাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকা।
শাতৈ