this is caption
শনিবার আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পাক-আফগান সীমান্ত সিল করে দিয়েছে ইসলামাবাদ কর্তৃপক্ষ। দেশটির সাথে পাকিস্তানের পুরো সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
তবে দুদেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে সীমান্তের নির্দিষ্ট কয়েকটি জায়গা খোলা রাখা হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া জানান, “আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।”
আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুই হাজার ৬৪০ কিলোমিটার রয়েছে। পুরো এ এলাকাটি গভীর পার্বত্য এলাকায় ঘেরা। এসব এলাকায় উপজাতীয় মুসলমানদের বসতি। যেখানে তালেবানদের নিরাপদ আখড়া রয়েছে।
ইতোমধ্যে পাকিস্তান সরকার সীমান্তবর্তী এলাকাগুলোতে এক লাখ ৫৮ হাজার সেনা মোতায়েন করেছে।
বহু বিতর্ক আর সংঘাতের পর আফগানিস্তানের ইতিহাসে এ প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট হচ্ছে। এই নির্বাচনকে দেশটির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
শাতৈ