this is caption
নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরে পানির তলদেশে অনুসন্ধান চালাতে সক্ষম এমন ডিজিটাল ডিভাইসযুক্ত দুটি জাহাজ অনুসন্ধান কাজ শুরু করবে বলে জানা গেছে।
উচ্চক্ষমতা সম্পন্ন জাহাজ দুটি পানির নিচে ২৪০ কিলোমিটার পর্যন্ত অনুসন্ধান চালাতে সক্ষম। এ ছাড়াও ১৪টি বিমান ও ৯টি জাহাজ নিখোঁজ বিমানটির অনুসন্ধান কাজে সাহায্য করবে বলে জানা গেছে।
জয়েন্ট এজেন্সিজ কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) -এর একজন কর্মকর্তা আঙ্গাস হাউসটন বলেন, ”উচ্চক্ষমতা সম্পন্ন জাহাজ দুটি ব্ল্যাকবক্স উদ্ধারে সক্ষম হবে বলে আমরা দারুণভাবে আশা করছি।”
অস্ট্রেলিয়ার পার্থ থেকে ২ লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার দূরে এবং এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ অনুসন্ধান কাজ চালানো হবে। পুরো অনুসন্ধান তৎপরতা অস্ট্রেলিয়ার পার্থ থেকে সমন্বয় করা হবে।
এসবিএ/যাকা/রর