this is caption
দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ মালয়েশিয় বিমানের নতুন সঙ্কেত পাওয়া গেছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক অনুসন্ধান কার্যক্রমের কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন।
তারা বলেন, দক্ষিণ ভারত মহাসাগরে অস্ট্রেলিয়ার পি-৩ ওরিয়ন এয়ারক্রাফট একটি সঙ্কেত রেকর্ড করেছে। ওই একই স্থানে গত সপ্তাহে অস্ট্রেলিয়ান একটি জাহাজ শব্দ সঙ্কেত রেকর্ড করেছিলো।
রেকর্ডকৃত সঙ্কেতটি নিখোঁজ বিমানের কী না এই ব্যাপারে সবাই একমত না হলেও সংকেতটি যে ‘মানবসৃষ্ট’ নয় এ ব্যাপারে সবাই নিশ্চিত।
এদিকে নিখোঁজ বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারে অনুসন্ধান এলাকা আরো আরও কমিয়ে আনা হয়েছে। তবে এই পরিসর কমানো রেকর্ডকৃত সঙ্কেত অনুসারেই হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়াভিত্তিক অনুসন্ধান কার্যক্রমের প্রধান অঙ্গাস হাউসটন জানান, নতুন সংকেত আমাদেরকে আশান্বিত করেছে। আশা করছি, খুব শিগগিরই আমরা বিমানটি উদ্ধারে সক্ষম হবো।
এসবিএ/রর