this is caption
ভারতের বিহারে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে স্থলমাইন বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চার পুলিশ আহত হয়েছে। বোমা হামলার জন্য মাওবাদীদের সন্দেহ করা হচ্ছে।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজ্যের মুঙ্গের ও জামুই জেলার মাঝামাঝি একটি স্থানে এই মাইন বিস্ফোরণটি ঘটে। টহলরত রিজার্ভ পুলিশ বাহিনীর একটি গাড়ি ওই স্থান দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের আঘাতে উড়ে যায়। ঘটনার সাথে সাথেই চারজন পুলিশ নিহত হয়। আহতদের মুঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ধারণা করছে, নির্বাচন বর্জন করা মাওবাদীরা এই বিস্ফোরণটি ঘটিয়েছে। এর আগে রাজ্যের গয়া জেলায় মাওবাদীদের পেতে রাখা ছয়টি স্থলমাইন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তিন জওয়ান নিহত হয়েছিল।
বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এসবিএ/রর