ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে ব্রাজিলে কয়েক মাসের করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি ওয়েবসাইট থেকে গায়েব করে দেয়া হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এখন থেকে শুধু মাত্র ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানাবে। তবে সর্বমোট মৃত্যু আর আক্রান্তের তথ্য আর জানানো হবে না বলে ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
এদিকে এ বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, সর্বমোট তথ্য দ্বারা দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রতিফলিত হয় না।
করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪৯৪ জন। মারা গেছেন ৩৬ হাজার ৪৪ জন।
ইত্তেফাক/এআর