মার্কিন কংগ্রেসে বুধবার সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ছোট ভাই ফিলোনিস ফ্লয়েড। এ সময় পুলিশ বিভাগে সংস্কার দাবি করেন ফিলোনিস ফ্লয়েড।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউসটনে জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর একদিন পরই মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আসেন জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড।
কংগ্রেসে উপস্থিত হয়ের ফিলোনিস ফ্লয়েড বলেন, আমি এখানে এসেছি এটি বলার জন্য যে আমাদের বেদনা কমান। আমি বোঝাতে পারবোনা যে এটি আমাদের কত মর্মাহত করে যখন আপনার বড় ভাই যাকে আপনি আপনার পুরো জীবনভর দেখেছেন সেই মারা গেছেন। জর্জ সাহায্য চেয়েছিল কিন্তু তাকে অবজ্ঞা করা হয়েছে। আমি আপনাদের যে আহ্বান জানাচ্ছি দয়া করে সেটি শুনুন।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সেইদিনই পুলিশ তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিলো। জর্জকে গ্রেফতারের পর হাঁটু দিয়ে জর্জের গলা চেপে ধরেন পুলিশ। এভাবে অন্তত আট মিনিট তাকে মাটিতে চেপে ধরে রাখা হয়।এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
ইত্তেফাক/এআর