প্রাণঘাতী করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। আর সেই সঙ্গে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজারের বেশি মানুষের। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ এক মহামারি বিশেষজ্ঞ।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপিত সরকারি বিধি-নিষেধ শিথিল করার পর মাহামরীতে লাখো মানুষের প্রাণ গেছে।
মার্কিন মহামারি বিশেষজ্ঞ ও হার্ভার্ড গ্লোবাল হেলথ ইন্সটিটিউটের প্রধান আশিষ ঝা জানান, কঠোর ব্যবস্থা নেয়া না হলে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। আমাদের যদি সংক্রমণ বৃদ্ধি না পায়, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আগামী সেপ্টেম্বর মাসের যেকোনো সময়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ স্পর্শ করবে। কিন্তু মহামারি সেপ্টেম্বরে ফুরিয়ে যাবে না।
আরও পড়ুন: ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১০ হাজার
তিনি বলেন, সামনের সপ্তাহ এবং মাসগুলোতে আমরা কোথায় গিয়ে পৌঁছবো সেটা ভেবেই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সিএনএন।
ইত্তেফাক/আরআই