ডোনাল্ড ট্রাম্প আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। বুধবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে এমন শঙ্কার কথা জানান বাইডেন।
অনুষ্ঠানে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের ভোটে কারচুপি করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনে যদি তিনি হারেন তবুও তিনি অফিস ছাড়তে চাইবেন না।
এদিকে ট্রাম্পও সম্প্রতি কয়েকটি টুইট বার্তায় আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।
এই করোনা মহামারিতে ডেমোক্র্যাট দল ইমেইলে ভোট নেয়ার পক্ষে থাকলেও এর বিরোধিতা করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প। ইমেইলে ভোট নিলে কারচুপি হতে পারে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইত্তেফাক/এআর