ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমণের দিক থেকে যুক্তরাজ্যকেও ছাড়িয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। সংক্রমণের দিক থেকে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩,৬০৭ জন এবং মারা গেছেন ১৫২ জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ওই মরণ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৯৭,৬8৮ জন। ৪৬,০৭৮ জন মানুষ ইতিমধ্যেই ওই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে: ভারতের সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৫৪০ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫৪,০৮৫ জন। ওই শহরে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১,৯৫৪ জন।
ইত্তেফাক/আরআই