করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলছে। তবে সেই সঙ্গে প্রতিদিন বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ২ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সে হিসেবে দেশটিতে প্রায় ৮৪ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানান, দেশিটিতে ২ লাখ ৪ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৩ হাজার ৫১ জন।
তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১৩ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৫৬০ জন।
সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬০ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১১ হাজার ৭৩১ জনে পৌঁছাল।
আরও পড়ুন: চার মাস পরে খুলে দেওয়া হল ফ্রান্সের বিশ্বখ্যাত জাদুঘর
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় পাঁচ লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা এক কোটি ১৫ লাখ ছাড়িয়ে গেছে। পার্সটুডে।
ইত্তেফাক/আরআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক