ব্রাজিলে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে গত একদিনে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১হাজার ২০০ জন।
ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ১৮ লাখ ৪ হাজার ৩৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৭০ হাজার ৪০০ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক