নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দেশটির কর্মকর্তারা শনিবার এই তথ্য জানান।
জেলা প্রশাসক জ্ঞান নাথ ধকল বলেন, মিয়াগদি জেলায় ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ১৩ জন নিখোঁজ। এছাড়া বেশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, মিয়াগদি জেলায় নিখোঁজদের উদ্ধারে উদ্ধার কর্মীরা কাজ করছেন।
এছাড়া এর পার্শ্ববর্তী কাশকি জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানান। এবং জাজারকট জেলায় আরও ৭ জন বন্যা ও ভূমিধসের কবলে প্রাণ হারান। গুলমি, লামজাং এবনফ সিন্ধুপালচৌকে মারা যায় ৬ জন।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠ বলেন, আমরা নিখোঁজ ৮ জনকে উদ্ধারে এখনো খুঁজছি।
গত বৃহস্পতিবার থেকে দেশটির ওইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের শুরু হয়। সিএনএ।
ইত্তেফাক/এসআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক