করোনা মহামারি পরিস্থিতিতে সেনাদের একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন ফ্রান্সের মন্ত্রী এগনেস পন্নিয়র। তবে নিজের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত হাত দিয়ে মুখ ঢেকেছেন তিনি।
বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্যারিসের প্লেস ডে লা কনকর্ডে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এগনেস। গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন। এরপর হঠাৎ করেই খেয়াল করেন যে মুখে মাস্ক নেই। সঙ্গে সঙ্গে নিজের গাড়ির দিকে ছুট লাগান। কিন্তু ততোক্ষণে তার গাড়ি চলতে শুরু করেছে। ফলে গাড়ির পিছনে ছুটে গিয়েও লাভ হয়নি। এরপর সঙ্গে সঙ্গে তিনি নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ফেলেন।
পরে আশেপাশে থাকা কর্মকর্তাদের কাছে তিনি নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন ফ্রান্সের মন্ত্রী এগনেস পন্নিয়র। । তখনই একজন একটি অতিরিক্ত মাস্ক জোগাড় করে তাকে দেন। করোনার সংক্রমন প্রতিরোধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেনুয়েল ম্যাক্রো বারবার সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে এগনেসের এই ভুল বড় ইস্যু হতে পারতো। রয়টার্স, জি নিউজ।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক