ব্রাজিলে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। গত ২৭ দিনে দেশটিতে ১০ লাখ নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলে প্রায় ৪০ হাজার করে নতুন করোনা রোগী শনাক্ত করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর করোনা নিয়ে উদাসীনতা এবং জাতীয় সমন্বয়ের অভাবের কারণে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
ব্রাজিল সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২০ লাখ ১২ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭৬ হাজার ৬৮৮ জন।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক