পাকিস্তানের মদদে পরিচালিত একটি মাদক এবং অস্ত্র চোরাচালান গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। ভারতের পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়,বিএসএফ’র কনস্টেবল সুমিত কুমার ছাড়াও সিমারজিত সিং আলিয়াস সিম্মা, মানপ্রিত সিং এবং আমানপ্রিত সিং নামের তিনজনকে আটক করা হয়েছে।জানা গেছে, তাদের বিরুদ্ধে পাঞ্জাবের কর্তারপুর থানায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের কর্মকর্তা দিনকর গুপ্ত বলেন, একটি হত্যা মামলায় আমানপ্রিত সিংকে গত ১১ জুলাই আটক করা হয়। তিনি পাক-ভারত সীমান্তে মাদক চোরাচালানের বিষয়টি ফাঁস করেন। তিনি জানিয়েছেন শাহ মুসা নামের পাকিস্তানের একজন তাদের দিয়ে ভারতে মাদক ও অস্ত্রের চোরাচালান পরিচালনা করতেন।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক