রাশিয়ার বিরুদ্ধে ভ্যাকসিন গবেষণার তথ্য হ্যাকিং প্রচেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। তবে ব্রিটিশদের ওই অভিযোগকে তা উড়িয়ে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ব্রিটিশ নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগকেও ভিত্তিহীন বলেছে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) রাশিয়ার বিরুদ্ধে কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ আনে। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই ওই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে তুলে ধরেন পেসকভ। তিনি বলেন, ‘ব্রিটিশ ওষুধ কোম্পানি ও গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে আমাদের কাছে কোন তথ্য নেই।’
যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র দাবি, তারা অনেকটাই নিশ্চিত যে হ্যাকাররা কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে। আর ওই হ্যাকাররা রুশ গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছে।
যুক্তরাজ্যের অভিযোগ, লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন নথি ফাঁস করে দিয়ে রাশিয়ার হ্যাকাররা যুক্তরাজ্যের গত বছরের সাধারণ নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের হামলায় ২৫ ইয়েমেনি নিহত
পেসকভ বলেন, ব্রিটিশদের এমন অভিযোগ মেনে নেওয়া যায় না। একই কথা প্রযোজ্য ২০১৯ এর যুক্তরাজ্যের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ বিষয়টিও ভিত্তিহীন।
ইত্তেফাক/আরআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক