করোনা ভাইরাসের মহামারিতে বিপর্যস্ত দেশের তালিকায় একটি অন্যতম দেশ ফ্রান্স। ফ্রান্সে কোভিড-১৯ মোকাবেলায় এবার জনসমাগম হওয়ার মতো স্থানগুলোতে অর্থাৎ ব্যাংক কিংবা শপিংমলের মতো স্থানে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ২০ জুলাই থেকে জনসমাগম হওয়ার মতো স্থানগুলোতে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে ফ্রান্স সরকার।
আরও পড়ুন: লাইভে খবর পড়তে গিয়ে দাঁত খুলে গেল সংবাদ পাঠিকার
শনিবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভার ভ্যরেন টুইট বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, ব্যাংক কিংবা শপিংমলের মতো স্থানগুলোতে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বিশেষভাবে পশ্চিম ও দক্ষিণ ফ্রান্সে এ কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে তার মন্ত্রণালয়।
ইত্তেফাক/আরআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক