ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি হত্যায় জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার নাম মাহমুদ মুসাভি মাজদ। সোমবার ভোরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়।
মাহমুদ মুসাভি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের গুপ্তচর ছিলেন বলে জানানো হয়েছে।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন সোলেইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন মাহমুদ মুসাভি।
৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি মারা যান।
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক