প্রধানমন্ত্রীর সর্বশক্তিমান ভাবমূর্তিই দেশের জন্য সর্বনাশ ডেকে এনেছে, মন্তব্য করেছেন কংগ্রেস এমপি রাহুল গান্ধী। চীনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন তিনি। এ বার গোটা পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদিকে এবং তার ভাবমূর্তিকেই দায়ী করলেন রাহুল। তার কথায়, ‘ক্ষমতায় আসার জন্য মানুষের সামনে নিজের ভুয়ো সর্বশক্তিমান ভাবমূর্তি গড়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী। এত দিন সেটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল। কিন্তু দেশের জন্য তার এই ভাবমূর্তিই এখন সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছে।’ খবর আনন্দবাজার পত্রিকার
টুইটারে প্রায় দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই টুইটেই প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে দেশের সবচেয়ে বড় দুর্বলতা বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে ঐ ভিডিওতে লাদাখ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, ‘আগে থেকে পরিকল্পনা না করে কোনো কাজ করে না চীন। নিজেদের মতো করে পৃথিবীর একটা নকশা ছকে ফেলেছে তারা। এখন পৃথিবীকে সেই আকার দেওয়ার চেষ্টাই করছে তারা। গোয়দার, বেল্ট অ্যান্ড রোড তাদের এই পরিকল্পনারই অংশ।’
রাহুলের কথায়, ‘হোক দেমচক অথবা প্যাংগং হ্রদ, সুকৌশলে সর্বত্র নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে চীন। আমাদের তৈরি রাস্তা ওদের চিন্তা বাড়িয়েছে। তাই ঐ রাস্তাটিকে অপ্রয়োজনীয় বলে প্রতিপন্ন করতে চাইছে। আর যদি বড় ধরনের কোনো চিন্তাভাবনা থাকে ওদের, তাহলে আগামী দিনে পাকিস্তানের সঙ্গে মিলে কাশ্মীরেও কিছু একটা করবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক