অধীনস্থ সাবেক নারী কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রী লেইন লেস গ্যালোওয়েকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।
এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেন, লেইন লেস গ্যালোওয়ের সঙ্গে অফিসে কর্মরত এক নারী কর্মীর এক বছর ধরে অনৈতিক সম্পর্ক ছিলো। মন্ত্রী তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেনি। তার দায়িত্ব ছিলো কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা কিন্তু তা করেননি।
এরই মধ্যে আর্ডানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৪১ বছর বয়সী লেস গ্যালোওয়ে। পাশাপাশি কৃত কর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। লেস গ্যালোওয়ে জানিয়েছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না। তিনি বলেন, আমি আমার পদে পুরোপুরি অনুপযুক্ত এবং একজন মন্ত্রী হিসাবে আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারি না।
ইত্তেফাক/এআর
সূত্রঃ দৈনিক ইত্তেফাক