বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। করোনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। বিশ্বজুড়ে সংক্রমণ রোধে তাকিয়ে আছে করোনার ভ্যাকসিনের দিকে। এর মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-দক্ষিণ আমেরিকায় করোনা ভাইরাস সংক্রমণ থামার কোনো লক্ষণ নেই।
বিশ্ব গণমাধ্যম বলছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে নানা বিধি নিষেধের পরও থামানো যাচ্ছে না সংক্রমণ। এর মধ্যে করোনা ভাইরাসের কারণে দেখা দিয়েছে নানা রকমের স্বাস্থ্য সমস্যা।
প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ থামানোর কোনো লক্ষণ তারা খুঁজে পাচ্ছেন না।
উত্তর-দক্ষিণ আমেরিকান স্বাস্থ্য সংস্থার পরিচালক ক্যারিসা এতিয়েনে বলছেন, এই দুই মহাদেশে প্রতি ১০ জনের মধ্যে ৩ জন কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হতে পারে।
আরও পড়ুন: উইঘুরদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে, চীনকে তিরস্কার
এদিকে বিবিসির খবরে বলা হয়, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরুতে করোনার সংক্রমণ বাড়ছে। মধ্য আমেরিকার কিছু দেশে সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে। মেক্সিকোতে ৪০ হাজারের মতো মানুষ মারা গেছেন।
ইত্তেফাক/আরআই
সূত্রঃ দৈনিক ইত্তেফাক