পূর্বনির্ধারিত সামরিক মহড়া বাতিল করেছে ইসরাইল। সিরিয়ায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হওয়ার পর এই মহড়া বাতিল করা হয় বলে দাবি করা হচ্ছে।
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, সিরিয়ায় হিজবুল্লাহর যোদ্ধা নিহত হওয়ার পর লেবানন সীমান্তে পূর্বনির্ধারিত মহড়া বাতিল করেছে ইসরাইলি সামরিক কমান্ডারেরা।
হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশাটুডে জানিয়েছে, হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক যোদ্ধার রক্তের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি সিরিয়ায় দামেস্ক বিমান বন্দরের কাছে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা মারা যায়।
ইত্তেফাক/জেডএইচ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক